আগামী ইদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রী এলাকার মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসানো নিয়ে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। স্থানীয় বাসিন্দা মো. শাহব উদ্দিন শিকদারের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে এই নির্দেশ দেওয়া হয়।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ ও জহিরুল ইসলাম।
আইনজীবী জহিরুল ইসলাম বলেন, আবাসিক এলাকায় গরুর হাট বসানো যায় না। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইজারা বিজ্ঞপ্তি দিয়েছে। এনিয়ে রিটের পর গত সোমবার (২৮ এপ্রিল) হাইকোর্ট মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন এবং রুল জারি করেছেন।
এর আগে গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিজ্ঞপ্তির ৯ নম্বর কলামে ‘মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গা’য় পশুর হাটের বিষয়টি উল্লেখ ছিল। পরে বনশ্রীর স্থানীয় বাসিন্দা মো. শাহব উদ্দিন শিকদার নয় নম্বর কলামের বৈধতা নিয়ে রিট করেন।
শুনানির পর হাইকোর্ট শুধুমাত্র নিষেধাজ্ঞাই নয়, পাশাপাশি রুলও জারি করেছে। রুলে হাইকোর্ট, এ বছরের ঈদুল আজহায় ‘মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গা’য় পশুর হাট বসানো কেন বেআইনি হবে না এবং বিজ্ঞপ্তি থেকে কেন ৯ নম্বর কলাম সরানোর নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়েছেন।
স্থানীয় সরকার সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও খিলগাঁও থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
Discover more from TV TODAY LIVE
Subscribe to get the latest posts sent to your email.